রানীগঞ্জ মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে ডায়ালিসিস মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ASANSOL EXPRESS NEWS

রানীগঞ্জ মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে ডায়ালিসিস মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

BAPPA BANERJEE রানীগঞ্জের ঐতিহ্যবাহী হাসপাতাল গুলির অন্যতম প্রাচীন মাড়োয়ারি হাসপাতালে এবার ডায়ালিসিস করার জন্য দুটি ইউনিট খোলার উদ্যোগ গ্রহণ করা হল। যেখানে এদিন উদ্বোধন পর্বে হাজির হয়ে ডায়ালিসিস মেশিনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এই কর্মসূচির আগেই রানীগঞ্জের চেম্বার অফ কমার্সে এক বৈঠকের মাধ্যমে এই কর্মসূচি সূচনা করেন আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, আসানসোল রামকৃষ্ণ মিশনের সভাপতি সৌমাত্মা নন্দজী মহারাজ ও বহু বিশিষ্টজন। এদিনের এই সভায় প্রতিবন্ধী অসহায় মানুষদের সহায়ক সামগ্রী প্রদান করা হয়। সমগ্র এই কর্মসূচিতে শামিল হয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী মলয় ঘটক সহ বহু বিশিষ্টজন।মন্ত্রী মলয় ঘটক বলেন বহু পুরোনো মাড়োয়ারি হাসপাতাল এই হাসপাতলে কম খরচে মানুষ চিকিৎসা করতে পারে। যে যেখানে অন্য পাইভেট হাসপাতলে বেশি টাকা খরচ করে চিকিৎসা করতে হয়.আজ কে ডায়ালিসিস মেশিনের মেশিন লাগিয়ে এই আশেপাশের এলাকার মানুষ কম খরচে ডায়ালিসিস নিতে পারবে তার জন্য এই হাসপাতালের কমিটি ধন্যবাদ জানায়। যদিও মন্ত্রী জানান এই দুটি মেশিনে হবে না আরো ডায়ালিসিস মেশিনে লাগতে উদ্যোগ নিতে হবে. এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী প্রহ্লাদ রায় গোয়েঙ্কা , শচীন রায় ,প্রদিপ বাজোরিয়া ,চিকিৎসক দীপক কুমার,বিনোদ গুপ্তা ,পবন গুটগুটিয়া,রামকুমার খৈতান,চেম্বার অফ কমার্স সভাপতি অরুন ভারতিয়া ,সঞ্জয় বাজোরিয়া ,সম্পাদক মনোজ কেশরী সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!