রানীগঞ্জ সুরমা পাড়ার জলাশয় স্নান করতে গিয়ে তলিয়ে গেল বছর ৪৫ এর সন্তোষ বাউরি
BAPPA BANERJEE রানীগঞ্জ ৩৪ নম্বর ওয়ার্ডের সুরমা পাড়া এলাকায় এক জলাশয় স্নান করতে গিয়ে তলিয়ে গেল বছর ৪৫ এর সন্তোষ বাউরি নামের এক ব্যক্তি। পরে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ ডিজাস্টার্স ম্যানেজমেন্ট এর উদ্ধারকারী দলকে খবর দিলে তারা এদিন বিকেল ছটা নাগাদ ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করে। ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই ব্যক্তি আজ দুপুর নাগাদ নিজের স্ত্রীর সঙ্গে স্নান করতে এসে হঠাৎই ওই জলাশয়ের গভীর জলে তলিয়ে যায়, এই ঘটনার খবর তার স্ত্রী পাড়া খবর -প্রতিবেশীদের দিলে তিনি পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে এ বিষয়ে জানালে পুলিশ ডিজেসোস ম্যানেজমেন্টের সদস্যদের সাহায্যে উদ্ধার করে দেহ। এদিন পুলিশ ওই দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল।