সিটুর বস্তি উন্নয়ন সমিতির রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রেলের জমি থেকে বস্তি উচ্ছদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ASANSOL EXPRESS NEWS

সিটুর বস্তি উন্নয়ন সমিতির রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রেলের জমি থেকে বস্তি উচ্ছদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

BAPPA BANERJEE রানীগঞ্জ :রবিবার ছুটির দিন বিকেলে বাম শ্রমিক সংগঠন সিটুর বস্তি উন্নয়ন সমিতির রানীগঞ্জ শাখার পক্ষ থেকে, বন্ধ পড়ে থাকা বার্নস কোম্পানির গির্জা পাড়া কারখানা গেট থেকে, বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পাঁচ দফা দাবিকে সামনে রেখে এক বিক্ষোভ মিছিল করে নিজেদের দাবি-দাওয়া জনসমক্ষে তুলে ধরল বাম সংগঠনের নেতা কর্মীরা। এদিনের এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, বাম যুব সংগঠনের রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জী, অনুপ মিত্র, সুপ্রিয় রায়, উমাপদ গোপ, প্রমূখ। এদিন তাদের দাবিগুলির মধ্যে অন্যতম, নতুন করে কারখানা গড়তে হবে বন্ধ রানীগঞ্জের রাষ্ট্রীয় বার্নস কারখানার জমিতে, কোন প্রমোটারী চলবে না। শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়ে, পিএফ এর টাকা অবিলম্বে দিতে হবে। এই জমিতে যারা দীর্ঘদিন বসবাস করে আসছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কোম্পানির জায়গায় যারা ব্যবসা করছে তাদের ও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের উচ্ছেদ করে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করা চলবে না। বার্নসের জমি বেঙ্গলকুল কোম্পানি থেকে লিজ নেওয়া, ওই জমি রাজ্য সরকারের এখতিয়ার ভুক্ত তাই রাজ্য সরকারকে উক্ত বিষয়ে বক্তব্য স্পষ্ট করতে হবে। এমনই সব দাবি নিয়ে তারা সরব হয়। পরে চিনকুটি ময়দানে এক সভা করে বক্তব্য রাখেন রাজ্য যুব নেত্রী মীনাক্ষী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!