কোথায় বলেনা ঠেলায় পড়লে গাছে বিড়াল উঠে সেই অবস্থা হয়েছে রাজ্যের মুখ্য মন্ত্রীর ASANSOL EXPRESS NEWS

কোথায় বলেনা ঠেলায় পড়লে গাছে বিড়াল উঠে সেই অবস্থা হয়েছে রাজ্যের মুখ্য মন্ত্রীর

BAPPA BANERJEE রানীগঞ্জ :ফের আরো এক দফায় রানীগঞ্জের জেকে নগর বাজার এলাকায় মঙ্গলবার বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে হাজির হয়ে আসানসোল দক্ষিণের বিধায়িকা তথা বিজেপি নেত্রী অগ্রিমিত্রা পাল, বিস্ফোরক মন্তব্যে করে তোপ দাগলেন তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। এদিন তিনি অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে অন্য সকল তৃণমূল নেতা যাদের ১৯ জনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছেন তাদের বিরুদ্ধে সরব হলেন।
একই সাথেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন তিনি যখন বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনেই তিনি প্রার্থী বলে দাবি করেছিলেন তখন প্রতিটি দুর্নীতির মুখ হিসেবেও তাকেই দায়িত্ব নিতে হবে। একইভাবেই তার দাবি শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই তৃণমূলের দুর্নীতি নেই হাসপাতাল, থেকে দমকল সহ সরকারি বিভিন্ন ক্ষেত্রে তাদের দুর্নীতি স্পষ্ট হচ্ছে, প্রমাণিত হচ্ছে। তার দাবি এই সরকারের ফাউন্ডেশন টাই হলো দুর্নীতি দিয়ে গড়া, তাই প্রতি ক্ষেত্রেই দুর্নীতি ছাড়া অন্য কিছুই লক্ষ্য করা যায় না।ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠে তাই এখন মুখ্য মন্ত্রী ঠেলায় পড়েছে তাই বাংলা আবাস যোজনা ,বাংলা সড়ক যোজনা এখন মুছে প্রধান মন্ত্রী আবাস যোজনা ,প্রধানমন্ত্রী সড়ক যোজনা লিখছে। কেন না কেন্দ্র সরকার টাকা দিয়া বাঁধ করে দিয়েছে তাই ঠেলায় পরে এখন কাজ করছে না হলে টাকা পাবে না। মঙ্গলবার এমনই সব দাবি করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!