BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের হুগলি জুট মিল সংলগ্ন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন দপ্তর লাগোয়া এলাকায় বৃহস্পতিবার অসংখ্য শ্রমিকদের সঙ্গে নিয়ে রাখি বন্ধন কর্মসূচিতে শামিল হলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা। এদিন তারা এলাকার ২৫ টি ফ্যাক্টরির শ্রমিকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত হয়ে শ্রমিকদের হাতে রাখি পরিয়ে দেন পশ্চিম বর্ধমানের জেলা সভাধিপতি সুভদ্রা বাউরী, তৃণমূলের ব্লক সভাপতি দেবনারায়ণ দাস, আসানসোল দক্ষিণ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সমাপ্তি পাঁজা প্রমূখ। এদিনের এই কর্মসূচির মূল উদ্যোক্তা তৃণমূল শ্রমিক সংগঠনের মঙ্গলপুর শিল্পাঞ্চলের সভাপতি নির্মল পাল জানান প্রতিবছরই তারা এই কর্মসূচি পালন করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজাই তাদের মূল লক্ষ্য। এদিনের এই কর্মসূচিতে ৩০০ রও বেশি শ্রমিকদের হাতে রাখি পরানো হয়।
রাখি বন্ধন উতসব পালন করলো তৃণমূল শ্রমিক সংগঠন ASANSOL EXPRESS NEWS
