আসানসোল দক্ষিণ গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা ASANSOL EXPRESS NEWS


আসানসোল দক্ষিণ গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা

BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের জে কে নগর পোস্ট অফিস ময়দানে শনিবার বিকেলে আসানসোল দক্ষিণ গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা সংগঠিত হল। যেখানে এদিন তারা কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে পশ্চিমবঙ্গ সরকারকে হেনস্থ করার লক্ষ্যে, ইডি ও সিবিআইকে কাজে লাগিয়ে কেন্দ্রের মোদি সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে বলে দাবি করলেন। এদিন যুব নেতারা দাবি করেন ইডিও সিবিআই নিরপেক্ষ তদন্ত করলেই সমস্ত ঘটনা স্পষ্ট হবে আর শুধুমাত্র তৃণমূলকেই নিশানা করে এই তদন্ত চালালে চলবে না বিজেপির যে সকল নেতাকর্মীরা দুর্নীতিতে জড়িয়ে রয়েছে তাদের নিয়েও নিরপেক্ষ তদন্ত করতে হবে বলে দাবি করেন তারা। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে হাজির থাকতে দেখা যায় রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, যুব নেতা অর্জুন সিং, সহ সভাপতি দেবরাজ মিশ্র ,সঞ্জিত মুখার্জী, তপন মুখার্জী মনোজ বাউরি।প্রমূখ কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!