বিজেপির রানীগঞ্জ শহর মন্ডল ১ এর তরফে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবসের হর ঘর তেরঙ্গা কর্মসূচি
BAPPA BANERJEE রানীগঞ্জ :শনিবার বিজেপির রানীগঞ্জ শহর মন্ডল ১ এর তরফে, রানীগঞ্জ থানা মোড় এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে থেকে, থানা রোড ধরে বাজারের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবসের হর ঘর তেরঙ্গা কর্মসূচি পালন করল বিজেপির মহিলা কর্মীরা। এদিন তারা অমৃত মহোৎসব পালনের লক্ষ্যে সকলে তেরঙ্গা পতাকা সঙ্গে নিয়ে রানীগঞ্জ বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। একই সাথে তারা তেরঙ্গা পতাকা তুলে দেন সাধারনের মধ্যে। এদিনের এই কর্মসূচির মাঝে তারা নেতাজি মূর্তির কাছে পৌঁছে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে নিজেদের কথা তুলে ধরেন তারা। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জ শহর বিজেপি শাখার সম্পাদক দেবজিৎ খা, মহিলা নেত্রী সুনিতা কয়াল, আসানসোল বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ভারতী চ্যাটার্জি প্রমুখকে।