সিপিআইএম পক্ষ থেকে চোর ধরো জেলে ভরো এই স্লোগান তুলে ঢাক বাজিয়ে বিক্ষোভ মিছিলে
BAPPA BANERJEEরানীগঞ্জ :সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে শনিবার রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে এক মিছিল করে চোর ধরো জেলে ভরো এই স্লোগান তুলে ঢাক বাজিয়ে বিক্ষোভ মিছিলে সরব হল সিপিএমের কর্মী সমর্থকরা। এদিন তারা রানীগঞ্জের জাতীয় সড়ক ধরে মিছিল সহযোগে তারবাংলা এলাকা পর্যন্ত পৌঁছে, রানীগঞ্জ বাজার এলাকা পরিক্রমা করে । তারা এদিনের মিছিলের শ্লোগান তোলে চোর ধরো জেলে ভরো। এদিনের মিছিলে পায়ে পা মেলান অসংখ্য সিপিএম কর্মী সমর্থক। এই মিছিলের নেতৃত্ব দেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক, তথা সিটু নেতা রুন দত্ত, সুপ্রিয় রায়, দিব্যেন্দু মুখার্জি, হেমন্ত প্রভাকর, নারায়ন বাউরী, কৃষ্ণা দাশগুপ্ত প্রমূখ।