রানীগঞ্জ :রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ ডাঙ্গা এলাকায় এক স্কুল শিক্ষকের বাড়িতে চুরির ঘটনার দশ দিনের মাথায় চুরির কিনারা করে চুরি যাওয়া সামগ্রী সহ ২ অভিযুক্তকে গ্রেফতার করে পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। শুক্রবার তাদের আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। এরপর পুলিশ ধৃতদের সঙ্গে নিয়ে শনিবার ঘটনার পুনঃনির্মাণ করলেন। জানা গেছে ধৃতরা হল বছর ১৮ রনাইয়ের আফসাদ শেখ ও বছর ২৬ তার জামাইবাবু হরিপুর হাটতলার বাসিন্দা জাবির শেখ। এই ছুটির ঘটনা তারা কিভাবে ঘটিয়েছে তা পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি মানব ঘোষ ও এ এস আই সহদেব দাস কে দেখিয়ে দেন কিভাবে তারা সকলের অগোচরে, বাড়ির সামগ্রী চুরি করে। জানা গেছে তারা এ বাড়ি থেকে বেশ কিছু বৈদ্যুতিক সামগ্রী, দুটি মোবাইল ফোন , ঠাকুরের বেশ কিছু বাসন পত্র একটি এলইডি টিভি ও নগদ অর্থ চুরি করে চম্পট দেয়। পরে ঘটনার খবর পুলিশ প্রশাসনকে দেওয়া হলেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করে, উদ্ধার করে চুরি যাওয়া সামগ্রী। পুলিশের এই উদ্ধারের বিষয়ে লক্ষ্য করে সম্ভবত খুশি ওই পরিবারের সদস্যরা।
স্কুল শিক্ষকের বাড়িতে চুরির ঘটনার দশ দিনের মাথায় চুরির কিনারা করে চুরি যাওয়া সামগ্রী সহ গ্রেফতার দুই
