রানীগঞ্জের বার্নস স্ট্যান্ডার্ড কোম্পানি থেকে চুরি যাওয়া পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১৭ গাড়ি ফায়ার ব্রিক্স উদ্ধার ASANSOL EXPRESS NEWS

রানীগঞ্জের বার্নস স্ট্যান্ডার্ড কোম্পানি থেকে চুরি যাওয়া পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১৭ গাড়ি ফায়ার ব্রিক্স উদ্ধার

BAPPA BANERJEE রানীগঞ্জ :আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ সোমবার রাত্রের গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১৭ গাড়ির মত ফায়ার ব্রিক্স উদ্ধার করে। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে। এই সকল ফায়ার ব্রিক্স গুলি রানীগঞ্জের বার্নস স্ট্যান্ডার্ড কোম্পানি থেকে চুরি করে মঙ্গলপুরের এক পার্কিংয়ের পাশে জমা করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান এই সকল ফায়ার ব্রিক্সগুলি বাইরে পাচার করার উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই চুরির সামগ্রী উদ্ধার প্রসঙ্গে সিটু নেতা তথা রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি জানান তারা বারংবার এই চুরির প্রসঙ্গে অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ নিয়ে রেল প্রশাসন ও রাজ্য প্রশাসন আগেই ব্যবস্থা গ্রহণ করলে বার্নস কারখানার সামগ্রী চুরি, অনেকটাই রোখা যেত বলেই দাবি করেন তিনি। তর দাবি তৃণমূলের নেতৃত্বে এ ধরনের চুরির ঘটনা ঘটছে এক শ্রেণীর অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তারা সেই সকল মানুষদের টাকার বিনিময়ে এভাবে লুট করিয়েছে বার্নস র এর সম্পত্তি। যদিও এ প্রসঙ্গে ৯০ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর শক্তি রুইদাস জানিয়েছেন তার এই চুরির ঘটনা প্রসঙ্গে কিছুই জানা নেই কারা কি কারণে এই চুরির ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। তার দাবি যারা এই সকল ঘটনার সঙ্গে যুক্ত তাদের পুলিশ প্রশাসন চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!