এক বস্ত্রদান কর্মসূচিতে বলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি আসানসোল এলাকার সঠিক উন্নয়ন হয়নি ASANSOL EXPRESS NEWS

এক বস্ত্রদান কর্মসূচিতে স কথা বলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি আসানসোল এলাকার সঠিক উন্নয়ন হয়নি
BAPPA BANERJEE রানীগঞ্জ ;রানীগঞ্জের জেমেরি গ্রাম পঞ্চায়েতের বাঁকা ডাঙ্গা আদিবাসী পাড়ায় মঙ্গলবার বিকেলে আসানসোল কর্পোরেশনের প্রাক্তন মেয়র, তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক ও বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এক বস্ত্রদান কর্মসূচিতে হাজির হয়ে আদিবাসী জনজাতি সম্পন্ন মানুষজনদের কাছে আসানসোল এলাকার উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরলেন। তিনি এদিন তার বক্তব্যে দাবি করলেন স্বাধীনতার ৭৫ তম বর্ষে আমাদের দেশে যখন প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দম্পতি মূর্মু শপথ গ্রহণ করছেন, সেসময় আসানসোল অঞ্চলের উন্নয়নের জন্য যেটুকু সুযোগ সুবিধা পাওয়া প্রয়োজন সেটা এই অঞ্চলের বাসিন্দারা পাননি। তার দাবি এখান থেকেই হাজার হাজার কোটি টাকার ট্যাক্স এলাকাবাসীরা দিয়ে থাকলেও আসানসোলের উন্নয়নের জন্য প্রকৃত অর্থ আসে না, যার ফলে আসানসোলের সামগ্রিক উন্নয়ন এখন হয়ে ওঠেনি। তিনি দিন দাবি করেন আসানসোলের উন্নয়নের জন্য তিনি একটি মাস্টারপ্ল্যান করবেন, যা ফলে সকলের সহযোগিতায় আসানসোলের সামগ্রিক বিকাশ করা সম্ভব হবে বলেই দাবি করেছেন তিনি। এদিন তিনি এই কর্মসূচিতে অরাজনৈতিক ব্যানারে এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। কোন রাজনৈতিক দলের নাম না করে তিনি এলাকার উন্নয়ন নিয়ে খোঁচা দেন শাসক দলকে, বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!