আসানসোল উপনির্বাচনে ৫৪৭৭ ভোটে জয়ী বিধান উপাধ্যায় ASANSOL EXPRESS NEWS

আসানসোল উপনির্বাচনে ৫৪৭৭ ভোটে জয়ী বিধান উপাধ্যায়

BAPPA BANERJEE জামুড়িয়া :আসানসোল পুরনিগমের জামুরিয়ার বেনালি ৬ নং ওয়ার্ডের ভোট গণনা বুধবার সকাল আটটা সময় থেকে শুরু হয়। আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে এই গণনা গণনা শুরু হয় । গত ২১ আগষ্ট এই ওয়ার্ডে ভোট দান হয়। এই অঞ্চলে মোট ভোটার ১০ হাজার ৬ জন।ভোট ৮২.৬৪ শতাংশ। ১৪ টি বুথের এটিএম আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে যে স্ট্রং রুমে রাখা হয়েছিল।এদিন ঠিক সকাল আটটার সময় চার দলের ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হয়। তারপর নির্দিষ্ট টেবিলে এনে গণনা শুরু হয়।এই উপনির্বাচনে মোট প্রার্থী ৪ । তৃনমুল কংগ্রেসের বিধান উপাধ্যায়, বিজেপির শ্রীদীপ চক্রবর্তী, সিপিএমের শুভাশীষ মন্ডল ও কংগ্রেসের সোমনাথ চট্টোপাধ্যায়। সপ্তম রাউন্ড জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায় 5477 ভোটে। দ্বিতীয় স্থানে সিপিএম তৃতীয় বিজেপি।বিধান উপাধ্যায় জানান এই জয় জনগনের জয় মমতা ব্যানার্জীর উন্নয়নের জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!