অনুব্রত মন্ডলকে ১৪ দিনের জেল হেফাজতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তার ঠিকানা আসানসোল স্পেশাল সংশোধনাগার (জেল)

কাজল মিত্র :-গরু চোরা চালান মামলায় সিবিআই গ্রেফতার তৃণমূলের নেতা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কারাগারে থাকবেন।প্রায় দুই ঘণ্টার শুনানি শেষে বুধবার এমনটাই নির্দেশ দেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।জানাগেছে আসানসোল জেলে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। তবে আজ শুনানির সময় অনুব্রতের মেজাজ ভালো পাওয়া গেছে।অর্থাৎ ৭ সেপ্টেম্বর পর্যন্ত তার ঠিকানা আসানসোল স্পেশাল সংশোধনাগার (জেল)।

বুধবার সিবিআই এর দল যখন অনুব্রতকে আদালতে নিয়ে যায়। এরপর আদালতে অনুব্রতর জামিনের আবেদন করা হয়।মূলত শারীরিক কারণেই তার জামিন আবেদন।শুনানির শুরুতে অনুব্রতের আইনজীবী জানতে চান তার মক্কেল স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন কি না। এই রোগ মৃত্যুও ঘটাতে পারে। তাই বস্তুগত কারণ বিবেচনায় রেখে যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া উচিত। আইনজীবী আরও বলেন, জামিন মঞ্জুর হলে অনুব্রতর বাড়িতেই চিকিৎসা করানো সম্ভব হবে।

অ্যাডভোকেট সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, অনুব্রতর শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে অক্সিজেনও দিতে হতে পারে। এ জন্য বিচারক আদালত কক্ষে অক্সিজেন সিলিন্ডার আনতে বলেন। যাতে প্রয়োজনে রোগীকে দ্রুত অক্সিজেন দেওয়া যায়। একটি ছোট অক্সিজেন সিলিন্ডার এবং নেবুলাইজারও আদালতে আনা হয়। তবে ঘণ্টাব্যাপী শুনানিতে তার প্রয়োজন পড়েনি।

যদিও অনুব্রতের জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআই।পাবলিক প্রসিকিউটর জানতে চাইলেন অনুব্রত একজন প্রভাবশালী ব্যক্তি কিনা। জামিন দিলে তদন্ত ব্যাহত হতে পারে। উভয় পক্ষের প্রশ্নোত্তর শুনে বিচারক রায় স্থগিত করেন। কিছুক্ষণ পর তিনি জানান, অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হচ্ছে। ফলে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রতর আস্তানা আসানসোল রিভিশন জেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!