রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রক্ত দেন শিবির ASANSOL EXPRESS NEWS

                                     রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রক্ত দেন শিবির
BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আলু গড়িয়া তে বুধবার দ্বিতীয় দফায় স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সম্পন্ন হল রক্তদান কর্মসূচি। এই রক্ত দান কর্মসূচিতে শুভ সূচনা করেন বিধায়ক তাপস ব্যানার্জী উপস্থিত ছিলেন রানীগঞ্জ ব্যবসায়ী সংগঠনে সভাপতি অরুন ভারতীয়া। এদিনের এই রক্তদানে পুরুষদের থেকে বেশি সংখ্যায় মহিলা স্বাস্থ্যকর্মীরা অংশ নেয়। যেখানে এদিন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার পক্ষ থেকে ৬০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। যদিও তারপরেও রক্তদাতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। বহু সাধারণ রক্তদাতাও অংশ নেয় এই রক্তদানে, রক্তদাতারা দুটি পৃথক শংসাপত্র পায় রক্তদান করে। তাদের মোমেন্টো দিয়ে সম্মানিত করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। এদিনের এই রক্তদান প্রসঙ্গে বি এম ও এইচ, ডাক্তার আরশাদ আহমেদ জানান স্বাস্থ্যকর্মীরাই জানেন রক্তের চাহিদার বিষয়, তাই রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এই একজনের রক্তদানের মাধ্যমে তিনজন অসহায় রোগীর সহায়তা করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!