খোদ তৃণমূলের বিরুদ্ধে পোস্টার পড়লো প্রতিক্ষালয়ে , চাঞ্চল্য এলাকায়
BAPPA BANERJEE বাঁকুড়া: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের হাঁসপাহাড়ি বাস স্টপেজ সংলগ্ন প্রতিক্ষালয়ে,বড় বড় করে বাংলা হরফে লেখা পোস্টার,পোস্টার রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। যে সমস্ত পোস্টগুলি পড়েছে সেগুলি সব হাতের লেখা,একবার মনে হতেই পারে স্কুল পড়ুয়ারা তাদের ডাইরি ছিঁড়ে এই সমস্ত পোস্টার গুলি লিখেছে । লেখার মধ্যে অজস্র বানান ভুল।কিন্তু কে বা কারা এই পোস্টারের লিখেছে পুরো বিষয়টি নিয়ে এখনও ধন্দে।সেখানে বড় বড় হরফে লেখা রয়েছে TMC চোর পার্টি, TMC নেতার তিন চারটে বউ, সব চুরি করে তারা।আবার কোনো পোস্টারে লেখা রয়েছে – দিদি তুমি অনেক কিছুই দিয়েছো, কিন্তু তোমার নেতারা সব চুরি করে।তাহলে কি ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে?? এটাই এখন প্রশ্ন।এসব পোস্টার ফেলা কি আদেও কি পড়ুয়াদের কাজ নাকি রয়েছে বিরোধিদের চক্রান্ত। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে সুর ছড়িয়েছে শাসক-বিরোধী দুই শিবিরই।বিজেপি বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি এই বিষয়টি দুর্লভপুরে একটি কর্মী সভায় যোগ জানান তৃণমূলের বিরুদ্ধে এসব পোস্টার পড়া স্বাভাবিক,পুরো দলটাই দুর্নীতিতে ভরা। অন্য দিকে বাঁকুড়া জেলা তৃণমূলের সহ সভপতি প্রদীপ চক্রবর্তী জানান, তৃণমূলের নিয়ে প্রকাশ্যে বলার কারো সৎ সাহস নেই তাই গোপনে গোপনে পোস্টার,সৎ সাহস থাকলে সামনে এসে বলুক,আর বিজেপির বিরোধিতা করার কাজ ওরা আগে নিজেদের ঘর সামলা তারপর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে আসবে।