আসানসোল মেয়র পদে শপথ গ্রহণ করলেন বিধান উপাধ্যায় ASANSOL EXPRESS NEWS

                                আসানসোল মেয়র পদে শপথ গ্রহণ করলেন বিধান উপাধ্যায়

কাজল মিত্র :- আসানসোল পৌরসভার উপনির্বাচন ছিল 21 তারিখ যেখানে তৃণমূলের হয়ে বিধান উপাধ্যায়, সিপিএম এর হয়ে শুভাশীষ মন্ডল, বিজেপির হয়ে শ্রীদীপ চক্রবর্তী ও কংগ্রেস এর হয়ে সোমনাথ চট্টপাধ্যায় প্রার্থী ছিলেন। যার ফলাফল ঘোষণা হয়েছে 24 তারিখ আর ফলাফল ঘোষণায় ৫৪৭৭ ভোটে জয়ী হলেন বিধান উপাধ্যায় মহাশয় আর ফলাফলের একদিন পরেই তিনি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আজ কর্পোরেশন সদর দফতরে শপথ নিলেন।বৃহস্পতিবার কর্পোরেশন সদর দফতরে তাঁকে শপথবাক্য পাঠ করান ডিএম এস অরুণ প্রসাদ। উল্লেখ্য যে 25 ফেব্রুয়ারি বারাবানীর বিধায়ক বিধান উপাধ্যায় মেয়র হিসাবে শপথ নেন।কিন্তু তিনি নির্বাচিত কাউন্সিলর ছিলেন না।

তাই ছয় মাসের মধ্যে কোন ওয়ার্ড থেকে উপনির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হতে হবে তবেই মেয়র হিসেবে থাকতে পারবেন।আর সেই মত তিনি নির্বাচিত হয়ে কর্পোরেশনের সদর দফতরে শপথ গ্রহণ করেন ।তবে এদিন মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌরসভার বাইরে তৃণমূলের কর্মী সমর্থক দের ভীড় ছিল সকলে সবুজ আবীর ও বাজী ফাটিয়ে উৎসবে মেতে ওঠেন।কর্পোরেশন সদর দফতরে উপস্থিত ছিলেন বিধায়ক হরেরাম সিং এছাড়া মেয়রের স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায়, কর্পোরেশনের ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হক ও অন্যান্য কাউন্সিলররা।এছাড়া করপোরেশন সদর দফতরে উপস্থিত হন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি মেয়রকে অভিনন্দন জানান। সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, আসানসোল একজন শক্তিশালী এবং উজ্জ্বল মেয়র পেয়েছেন।যা ভবিষ্যতে আসানসোলকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!