কয়লা উৎপাদনের কাজ ও পরিবহনের কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের
বাপ্পা ব্যানার্জী :ই সি এল এর সাতগ্রাম এরিয়ার নিমচা কোলিয়ারির অন্তর্গত তিরাট মৌজায়, অবস্থিত হাইওয়াল মাইনিং এ প্রায় ৫০ জন অস্থায়ী কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার প্রতিবাদে ও সংলগ্ন এলাকায় তীব্রভাবে কয়লা খনিতে ব্লাস্টিং এর প্রতিবাদে শুক্রবার এলাকায় ব্যাপক সংখ্যক মানুষ ও কর্মচ্যুত পরিবারের সদস্যরা সংলগ্ন এলাকায় বসবাসকারী সদস্যদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল। তারা এদিন কয়লা উৎপাদনের কাজ ও পরিবহনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি এখানে পূর্বে কর্মরত যে সকল অস্থায়ী কর্মী রয়েছে তাদের কাজে পুনর্বহাল করতে হবে, তাদের এও দাবি ওই সকল কর্মীদেরকে ছাড়িয়ে দিয়ে বহিরাগত কর্মীদের নিয়ে বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা, কয়লা উত্তোলনের কাজ করছে যা কখনো মেনে নেওয়া যায় না। এই দাবি করে তারা কয়লার উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ইসিলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
কয়লা উৎপাদনের কাজ ও পরিবহনের কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের ASANSOL EXPRESS NEWS
