কুলটিতে প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে সালিশি সভায় যুবককে জুতো পেটা
কাজল মিত্র :-কুলটির রানীতলায় প্রাক্তন কাউন্সিলর নাজনিন বেগম ও তার স্বামী খুরশিদ আনবরের উপস্থিতিতে এক সালিশি সভায় এক যুবককে জুতো সেটা ও থুতু চাটা করানো হল।শনিবার এই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।জানা গিয়েছে কুলটির রানীতলায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠে।এই ঘটনার পর প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে এক সালিশি সভা ডাকা হয়।অভিযোগ এরপর প্রেমিকা দিয়ে ওই অভিযুক্ত যুবককে জুতো পেটা করা হয়েছে।এমনকি থুতু ফেলে সেই থুতু অভিযুক্ত যুবককে দিয়ে চাটা করা হয়েছে।এই দৃশ্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।