রানীগঞ্জের মুরগাথোল গ্রাম রক্ষা কমিটির পক্ষ থেকে এজেন্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ
রানীগঞ্জ :রানীগঞ্জের মুরগাথোল গ্রাম রক্ষা কমিটির পক্ষ থেকে রবিবার নিমচা এজেন্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। তাদের দাবি আশেপাশে বেশ কিছু পাড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা নোটিশ ও ওই অংশে খনি আবাসনে থাকা বাসিন্দাদের মৌখিকভাবে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও খনি অঞ্চল গড়ে ওঠার আগে ওই সমস্ত এলাকায় কর্মসংস্থান দেওয়া হলেও বর্তমানে সেই সকল অংশের বাসিন্দাদের কোন কর্মসংস্থান দেওয়া হয় না যা নিয়ে বারংবার আন্দোলন করেও মেলেনি ফল, তাই অবিলম্বে কর্মসংস্থানের বিষয় নিয়ে উদ্যোগ নিতে হবে এ সি এল কে ও কোনমতেই এলাকা থেকে কোন উচ্ছেদ অভিযান করা যাবে না এই দাবি তুলে তারা একটি দাবি পত্র তুলে দেয় ওই কোলিয়ারির ম্যানেজারের হাতে। ম্যানেজারের প্রসঙ্গে জানান তাদের দাবিগুলি ন্যায় সঙ্গত এই নোটিশ সম্পর্কে তার কিছুই জানা নেই যা হয়েছে তা উপরমহলই জানেন । তার দাবি যদি এরূপ কোন ব্যবস্থা গ্রহণ হয় তবে তা বৈঠক করে সমাধান সূত্র বের করা হবে।
এদিনের এই বৃক্ষ কর্মসূচিতে বেশ কিছু তৃণমূল সদস্যকে অংশ নিতে দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি তাদের কর্তৃপক্ষ কোনরূপ কোন ব্যবস্থা গ্রহণ করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতেও পিছপা হবেন না।