অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার ব্লাড ডোনারেশনের ওয়েস্ট বেঙ্গল এর পরিচালনায় রাজ্যজুড়ে ব্লাড মোটিভেশন পরীক্ষা  ASANSOL EXPRESS NEWS

অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার ব্লাড ডোনারেশনের ওয়েস্ট বেঙ্গল এর পরিচালনায় রাজ্যজুড়ে ব্লাড মোটিভেশন পরীক্ষা

কাজল মিত্র :- সারা রাজ্যব্যাপী অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার ব্লাড ডোনারেশনের ওয়েস্ট বেঙ্গল এর পরিচালনায় রাজ্যজুড়ে ব্লাড মোটিভেশন পরীক্ষা নেওয়া হল রবিবার। যেটি মা মুক্তাইচন্ডী আনন্দ মেলা সমিতির সহযোগিতায় লহাট প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয় ।যেখানে বাইরে থেকে আসা বিশেষ দুইজন ফ্যাকাল্টির উপস্থিতিতে এই পরীক্ষা নেওয়া হয় ।এদিন সালানপুর ব্লকে মোট 24 জন পরীক্ষার্থী এই মোটিভেশন কোর্সে পরীক্ষায় বসে ।পরীক্ষা চলাকালীন ও রক্তদান মোটিভেশন কোর্সের পরীক্ষার্থীদের উৎসাহ দিতে বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখেন ।তিনি বলেন রাজ্য সরকারের উদ্দোগে যুবসমাজ কে এই রক্তদান বিষয়ে উদ্বুদ্ধ করতে বিশেষ ভাবে এই প্রশিক্ষণ দেওয়া হয় যা তিনদিন প্রশিক্ষণ শেষে এই পরীক্ষা নেওয়া হয় ।
এব্যাপারে মুক্তাইচন্ডী আনন্দ মেলা সমিতির মুখ্য প্রতিষ্ঠাতা তপন মাহাতা জানান এই কোর্সটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্দোগে দীর্ঘদিন ধরে হয়ে আসছে।তবে পশ্চিম বর্ধমান জেলায় আপাতত কুলটি ও সালানপুর ব্লকে হয়।এই কোর্স এপ্রিল থেকে শুরু হয়ে জুলাই পর্যন্ত তিনদিনের কোর্স থাকে ।তবে পরীক্ষা সারা রাজ্য ব্যাপী একদিনেই হয় ।তাও আগস্ট এর শেষ রবিবার ।
সালানপুর ব্লকে এই কোর্সটা জুলাইয়ের শেষ সপ্তাহের ২৮/২৯ও ৩০ তারিখে এই কোর্স হয়েছিল।মোট 24 জন প্রার্থী এই কোর্স করে পরীক্ষায় বসে ।এবং এদের মধ্যে এই পরীক্ষায় যারা পাশ করবে তারা যে সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটটি চাকরি ক্ষেত্রে এপ্লাই করলে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি হিসেবে যোগ করা হবে। প্রসঙ্গত সারা পশ্চিমবঙ্গ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় কে পুরস্কৃত করা হয় ।
তপন বাবু আসা করছেন সালানপুর ব্লক থেকে
এই 24 জনের মধ্যে রাজ্যের প্রথম দ্বিতীয় ও তৃতীয় এর মধ্যে একজন উঠে আসবে ।
এবং এর পাশাপাশি তিনি জানান রক্তদান সম্পর্কে যুবসমাজ যাতে আরো বেশি করে এগিয়ে আসে সেই বিষয়ে মুক্তাইচন্ডী আনন্দ মেলা সমিতি বছরে দুইবার রক্তদান শিবিরের আয়োজন করে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!