চিত্তরঞ্জন মহিলা সমিতি হাই স্কুলের “মিড ডে” মিলের ডাইনিং রুমের উদ্বোধন করেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়
কাজল মিত্র :- চিত্তরঞ্জন মহিলা সমিতি হাই স্কুলের “মিড ডে” মিলের ডাইনিং রুমের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।এদিন ফিতে কেঁটে ডাইনিং রুমটির শুভ উদ্বোধন করেন তিনি ও স্কুল চত্বরে বৃক্ষ রোপন করেন।তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা সাহার তরফে জানানো হয় স্কুলের পাঁচিল ও সাইকেল স্ট্যান্ডের নির্মাণ নিয়ে।তিনি বলেন পাঁচিল না থাকার জন্য প্রচুর সমস্যা দেখা দিচ্ছে।বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তাদের বলেন দ্রুত আড্ডায় লিখিত আবেদন করতে তিনি পাঁচিল ও সাইকেল স্ট্যান্ডের নির্মাণ করবেন।তাছাড়া তিনি বলেন বিদ্যালয়ের যেকোনো রকম সমস্যা হলেই তিনি এবং রাজ্য সরকার তাদের পাশে রয়েছে।তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাই শিক্ষা ব্যাবস্থা আরো ভালো করতে।বিধায়কের আশ্বাসে খুশি স্কুল কর্তৃপক্ষ।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সমাজসেবী ভোলা সিং,তাপস ব্যানার্জী,শ্যামল গোপ,প্রধান শিক্ষিকা সোমা সাহা সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকাগণ।