সঠিক বিদ্যুৎ পরিষেবা না পেয়ে রানীগঞ্জ থেকে জামুরিয়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে ASANSOL EXPRESS NEWS

                   সঠিক বিদ্যুৎ পরিষেবা না পেয়ে রানীগঞ্জ থেকে জামুরিয়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে

BAPPA BANERJEE জামুড়িয়া :মঙ্গলবার সঠিক বিদ্যুৎ পরিষেবা না পেয়ে সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রানীগঞ্জ থেকে জামুরিয়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল, জামুড়িয়ার আট নম্বর ওয়ার্ডের, দক্ষিণ বাউরীপাড়া গড়াই পাড়া ও ধীবর পাড়ার একদল বাসিন্দা। তারাই দিন দাবি করে সঠিক সময়ে বিদ্যুৎ বিল দেওয়ার পরও বিগত কয়েক মাস ধরে তাদের কয়েকটি এলাকায় লো ভোল্টেজ সমস্যা রয়েই গেছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে বারংবার বিদ্যুৎ দপ্তরকে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি এলাকার প্রায় আড়াইশো টি পরিবারে এই সমস্যা থাকার পরও বিদ্যুৎ দপ্তর কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলেই দাবি, স্থানীয়রা এও দাবি করেন এ নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধিদের জানানো হলেও তারাও ব্যবস্থা গ্রহণ করেননি। এর জেরে ছোটরা অসুস্থ হয়ে পড়ার সাথেই পড়ুয়ারা পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগে পড়ছে বলেই দাবি করে তারা দীর্ঘক্ষণ পথ অবরোধ চালিয়ে যান। পরে জামুরিয়া থানার পুলিশ ঘটনার ফলে পৌঁছে বিক্ষোভকারীদের ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!