অমৃতনগর বাঁচাও কমিটির পক্ষ থেকে ইসিএল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ও জল সরবরাহ বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ
BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের অমৃত নগর কোলিয়ারিতে, সোমবার সকালে অমৃতনগর বাঁচাও কমিটির পক্ষ থেকে ওই এলাকার বিভিন্ন বস্তির বাসিন্দারা, ইসিএল ম্যানেজমেন্টের তরফ থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ও জল সরবরাহ বন্ধ করার যে নোটিশ জারি করেছে ইসিএল, তার বিরুদ্ধে সরব হয়ে এদিন তারা বিশাল সংখ্যায় এলাকাবাসীদের সামিল করে ওই কোলিয়ারি চত্বর এলাকার এজেন্ট কার্যালয় ও তিন নম্বর চাণক এলাকাতে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি ইসিএল কর্তৃপক্ষ অন্যায় ভাবে মানুষজনদের নোটিশ ধরাচ্ছেন। এই প্রসঙ্গে তারা দাবী করেন কোল ইন্ডিয়ার সার্কুলার অনুযায়ী খনি এলাকায় পাঁচ কিলোমিটার পর্যন্ত অংশে সড়ক, বিদ্যুৎ, জল ও স্বাস্থ্য পরিষেবা প্রদানের দায়িত্ব রয়েছে ই সি এলের অথচ সেই সকল কে অগ্রাহ্য করে ই এ সি এল বেআইনি নোটিশ জারি করছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে পিছ পা হবেন না, বলেই দাবি করেন।