আইন অমান্য আন্দোলন করায় পুলিশের লাঠিচার্জে আঘাতে কয়েকশ সিপিআইএম কর্মীর আহত হওয়ায় রাজ্যজুড়ে প্রতিবাদASANSOL EXPRESS NEWS

আইন অমান্য আন্দোলন করায় পুলিশের লাঠিচার্জে আঘাতে কয়েকশ সিপিআইএম কর্মীর আহত হওয়ায় রাজ্যজুড়ে প্রতিবাদ

BAPPA BANERJEE রানীগঞ্জ বর্ধমানের কার্জন গেটে সিপিআইএমের খাদ্য আন্দোলন দিবস পালনের লক্ষ্যে, আইন অমান্য আন্দোলন করায়, আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ করে ও সেই লাঠিচার্জের আঘাতে কয়েকশ সিপিআইএম কর্মীর আহত হয় বলেই দাবি। এই ঘটনায় ২৪ জন মহিলা সহ ১৭৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এমনকি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরীকেও গ্রেফতার করে তারা। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় বাম সংগঠনের কর্মী সমর্থকেরা। সেই প্রতিবাদের ঝড় লক্ষ্য করা যায় খনি শহরে, বৃহস্পতিবার প্রতিবাদে সরব হয় রানীগঞ্জ সিপিআইএম এরিয়া কমিটির সদস্যরা। তারা এদিন শান্তিপূর্ণ এই আন্দোলনে গ্রেফতারের বিরুদ্ধে সোচ্চার হয়ে অবিলম্বে ওই সকল ব্যক্তিদের নিঃশর্তে মুক্তির দাবি তোলে। অন্যান্য প্রান্তের সাথেই এই ঘটনার প্রতিবাদে সরব হল রাণীগঞ্জ এরিয়া কমিটির সদস্যরা। তারা এদিন দাবি করেন এটি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পরিকল্পিতভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে করেছে করে তারা। বৃহস্পতিবার এবিষয়ের প্রেক্ষিতেই তারা রানীগঞ্জের নেতাজি স্টাচু লাগোয়া এন এস বি রোডে ধারে পথসভা কোরে এই ঘটনার প্রতিবাদ জানাই। সমগ্র এই ঘটনা নেতৃত্ব দিতে দেখা যায় সিপিআইএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী প্রাক্তন বিধায়ক তথা সিটু নেতা রুন দত্ত, সুপ্রিয় রায়, দিব্যেন্দু মুখার্জি, কৃষ্ণা দাশগুপ্ত, হেমন্ত প্রভাকর অনুপ মিত্র প্রমুখ কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!