বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের জামুড়িয়া থানার ওসি রাহুল মন্ডলের নেতৃত্বে পাঁচটি মোটরবাইক উদ্ধার গ্রেফতার দুই ASANSOL EXPRESS NEWS

বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের জামুড়িয়া থানার ওসি রাহুল মন্ডলের নেতৃত্বে পাঁচটি মোটরবাইক উদ্ধার গ্রেফতার দুই

BAPPA BANERJEE জামুড়িয়া :ফের বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের জামুড়িয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাত্রে তারা অতর্কিত অভিযান চালিয়ে বারাবনি অভিমুখ থেকে আসা ২ যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেই তাদের জিজ্ঞাসা করার জন্য দাঁড় করাতে গেলে ওই দুই যুবক গাড়ির গতি বাড়িয়ে দেয় পরে জামুড়িয়া থানার পুলিশ ওই গাড়ির পিছু ধাওয়া করে দুই যুবককে আটকালে উঠে আসে গাড়ি চুরির রহস্য। জানা গেছে দৃত ২ যুবক বছর উনিশের রাহুল রুইদাস বারাবনি থানার ভানড়া খাস কুটি এলাকার বাসিন্দা, ও অপরজন জামুরিয়া থানার ধোয়াডাঙ্গার বছর ১৮র দানিস আহমেদ বারবনি অভিমুখ থেকে একটি মোটর বাইক চুরি করে জামুরিয়া রাস্তা ধরে ফিরছিল, সে সময় পুলিশের নজরে পড়ে তারা জামুরিয়া থানার পুলিশ বিস্তর প্রচেষ্টার পর তাদের পাকড়াও করে। জানা গেছে ধৃতরা রানীগঞ্জ জামুরিয়া বারাবনি এলাকা থেকে পাঁচটি বাইক চুরি করেছে। বৃহস্পতিবার রাত্রেই পুলিশ ধৃত ওই দুই যুবককে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি করে জামুরিয়া থানার ওসি রাহুল মন্ডলের নেতৃত্বে পাঁচটি মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয়। বিতদের জিজ্ঞাসাবাদ করে আগামীতে আরও চুরির সঙ্গে তারা যুক্ত রয়েছে কিনা তার তল্লাশি চালানো হবে বলে জানা গেছে। শুক্রবার পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!