তিরাট ভগৎ সিং জুনিয়র টিমের পরিচালনায় ২৪ টি দলের নৈশ ফুটবল টুর্নামেন্ট
রানীগঞ্জ : রানীগঞ্জের তিরাট ভগৎ সিং জুনিয়র টিমের পরিচালনায় ২৪ টি দলের নৈশ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো তিরাট কল্যানেশ্বরী ফুটবল ময়দানে। এই খেলার উদ্বোধনী পর্বে উপস্থিত হন ৭ গ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার এ কে আনন্দ ও স্বামী শিবানন্দজী মহারাজ এদিনের খেলায় চূড়ান্ত পর্যায়ে মুখোমুখি হয় কলকাতা এফসি দক্ষিণ ফুটবল দল ও আসানসোল গড়ুই ফুটবল দল। এই খেলায় কলকাতা ফুটবল দল গড়ুই ফুটবল দলকে এক শূন্য গোলে পরাজিত করে। জয়ই টিম ট্রফির সাথেই ২২ হাজার টাকা নগদ পুরস্কার প্রায় একইভাবে বিজিত দল ট্রফির সাথে ১৮ হাজার টাকা নগদ পুরস্কার পায় এই খেলার শ্রেষ্ঠ খেলোয়াড় হন জয়ী দলের সৌরভ। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল খেলোয়াড়দের পুরস্কৃত করেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, পঞ্চায়েত সদস্য শিবদাস চ্যাটার্জি, জীবন ব্যানার্জি, অসীম রায় পরেশ মন্ডল প্রমুখ।