শিক্ষক দিবস উপলক্ষে বারাবনি থানা উদ্দোগে গৃহ শিক্ষকদের সংবর্ধনা
কাজল মিত্র :- বারাবনি থানার উদ্দোগে অভিনব উপায়েপালন করা হল শিক্ষক দিবস।এদিন এই শিক্ষক দিবস উপলক্ষে বারাবনি থানা এলাকার প্রায় 69 জন গৃহ শিক্ষক শিক্ষিকা সহ ১৪ জন স্কুলের প্রধান শিক্ষককে সম্বর্ধনা জানানো দেওয়া হয় ।এই সুন্দর মহূর্ত উপস্থিত ছিলেন বারাবনি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান, ও বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ মহাশয় ।এদিন ব্লক আধিকারিক সৌ
মিত্র প্রতিম প্রধান বারাবনি থানার এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন যে এই নজির ঘটনা এর আগে কোন থানায় হয়নি। এ এক দারুন উদ্যোগ নিয়েছে বারাবনি থানা গৃহ শিক্ষকদের কে যে এইভাবে সম্মানিত করার কথা ভেবেছেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল। একই অনুষ্ঠানে যোগ দিতে এসে সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বারাবনি ব্লক সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিংহ তিনিও বলেন। যেদিন থেকে থানার দায়িত্ব নিয়েছেন থানায় অফিসার ইনচার্জ মনোরঞ্জন বাবু সেদিন থেকেই কিছু না কিছু এই ধরনের চমকপ্রদক অনুষ্ঠান বারাবনি থানায় হয়ে চলেছে। যা আমাদের সকলকে আরো উৎসাহ প্রদান করে তাই এই ধরনের অনুষ্ঠান করার জন্য বারাবনি থানকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সরকারের পক্ষ থেকে এই সমস্ত শিক্ষিত গৃহ শিক্ষকদের কোন উপকার যদি করা সম্ভব হয় তা আমরা অবশ্যই করবো।