কেন্দ্র ED CBI কে অপব্যবহার করার প্রতিবাদে তৃণমূলের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা NH2 অবরোধ করে বিক্ষোভ
BAPPA BANERJEE রানীগঞ্জ :পাঞ্জাবি মোড়ের কাছে দু’নম্বর জাতীয় সড়কের ওপর দীর্ঘ কয়েক মিনিটেরও বেশি সময় ধরে পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল তৃণমূলের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা। জাতীয় সড়কের মাঝে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সরব হয় তারা। বিক্ষোভকারীদের দাবি কেন্দ্রের মোদি সরকার চক্রান্ত করে তাদের নেতা কর্মীদের ওপর মিথ্যে মামলা করে তৃণমূলকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। আর কেন্দ্রের মোদি সরকারের এই চেষ্টা ব্যর্থ হয়েছে, বলেই দাবি করেছেন তারা। তাদের দাবি মিথ্যে কেস দিয়ে তৃণমূলকে রোখা যায় না। মলয় ঘটকের বাড়ি থেকে কোন নথি উদ্ধার হয়নি বলেই দাবি করে তারা।এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে দুই নম্বর জাতীয় সড়ক থেকে পুলিশ প্রশাসন তাদের সরিয়ে দিলে তারা ৬০ নম্বর জাতীয় সড়কের ২ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী রাস্তার কাছে ভগৎ সিং মূর্তির পাদদেশে বিক্ষোভে সরব হয়। এদিনের এই বিক্ষোভের নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল নেতা রেহান সাকিব, নেহা সাউ সহ বহু নেতা কর্মীদের।
কেন্দ্র ED CBI কে অপব্যবহার করার প্রতিবাদে তৃণমূলের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা NH2 অবরোধ করে বিক্ষোভ ASANSOL EXPRESS NEWS
