এবার গরু নয়  দুধের পার্সেলের গাড়িতে অবৈধ কয়লা ASANSOL EXPRESS NEWS

 

                          এবার গরু নয়  দুধের পার্সেলের গাড়িতে অবৈধ কয়লা

BAPPA BANERJEE   জামুড়িয়া : পুলিশ সূত্রে খবর অনুযায়ী জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়া রাস্তায় বিজপুর সংলগ্ন এরিয়ায় নাকা চেকিং হচ্ছিল গত কাল বিকেল বেলায় ,

জানা যায় সেই নাকা চেকিংয়ের সময় একটা পার্সেলের গাড়ি দাঁড় করানো হয় এবং তার পেপার চেক করা হয়, এরপর দুধের গাড়ির পেছনের গেট খুলতেই অবাক হয়ে যান নাকা চেকিং করা পুলিশ আধিকারিকরা ,
গেট খুলতে দেখা যায় পার্সেল গাড়িতে ভর্তি বস্তায় বোঝাই করা অবৈধ কয়লা ,
পুলিশ সূত্রের খবর অনুযায়ী এও জানা যায় এই কারবার থানার কাছে অনেকদিন ধরে আসছিল , এই কারবার তারা অনেকদিন ধরেই করছিল কিন্তু কোনমতেই তাদেরকে ধরা যাচ্ছিলোনা ,
অবশেষে গত কাল সন্ধ্যা নাগাদ এই গাড়ি ধরা পড়ে ,সূত্রের খবর অনুযায়ী আগেও বেশ কিছুদিন আগে জামুরিয়া থানা ধাওয়া করে জামুড়িয়ার বেসরকারি কারখানায় গেট থেকে অবৈধ কয়লা বোঝাই করা পিক আপ ভ্যান আটক করেছে !

যখন পুরো পশ্চিমবঙ্গে কয়লার বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ই ডি, সি বি আই এর প্রভাব পড়েছে এবং তার সাথে জামুরিয়া বেশ কিছু বেসরকারি কারখানার বিরুদ্ধে অবৈধ কয়লা নেওয়ার অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর, তবুও এখনো পর্যন্ত জামুড়িয়ায় বেশকিছু কারখানা অবৈধ ভাবে রাতের অন্ধকারে অবৈধ কয়লা ঢোকানোর অভিযোগ শোনা যাচ্ছে ,
যদিও এই কয়লা কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জামুড়িয়া থানার পুলিশ, পুলিশ সূত্রে খবর অনুযায়ী এই বিষয়ে একাধিক ব্যক্তির ওপর কয়লা কেস করা হয়েছে এবং একাধিক কয়লা মাফিয়াকে কয়লার কেসে আটক করেছে , এও জানা যাই আরো বেশ কিছু কোল মাফিয়ার খোঁজে তল্লাশি চালাচ্ছে , যদিও জামুরিয়া এলাকার বেশ কিছু কয়লা মাফিয়া এলাকা ছেড়ে পালিয়াছে বলেই সূত্রের খবর !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!