পিকআপ ভ্যান কে ধাওয়া করে দুটি গরু এবং হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে জামুড়িয়া থানার পুলিশ
BAPPA BANERJEE জামুড়িয়া >পুলিশ সূত্রে জানা যায় গত কালকে রাত দুটো নাগাদ জামুড়িয়ার বাজার এরিয়ায় নাকা চেকিং করছিল ,
ঠিক সেই সময় জামুড়িয়ার চাকদোলা 60 নম্বর জাতীয় সড়ক থেকে জামুরিয়া দিকে আসা একটা পিকআপভ্যান আসছিল , পিকআপ ভ্যানটি দেখে পুলিশের সন্দেহ হয় কারণ পিকআপ ভ্যানটি খুবই দ্রুত গতিতে আসছিল এবং পুলিশ চেকিং দেখে পিকআপ ভ্যানটি হঠাৎ সজোরে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে , পরে পুলিশ ওই পিকআপ ভ্যানকে ধাওয়া করে এবং ধাওয়া করতে করতে জামুড়িয়ার বীরপুর গ্রামের ঢুকে পড়ে পিকআপ ভ্যানটি , এবং গ্রামের ভিতরে ঢুকতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে ওই পিকআপ ভ্যানটি , বিকট শব্দ শুনে গ্রামের লোক বেরিয়ে আসে , বেরিয়ে দেখি এক পিকআপ ভ্যানে দুজন ব্যক্তি পালিয়ে যায় এবং পিকআপ ভ্যানের তাকাতেই রয়েছে বলে জানান গ্রামের বাসিন্দারা , এরপরে ধাওয়া করা পুলিশ গাড়ি ঘটনাস্থলে পৌঁছে এবং সেখানে গ্রামের লোক অভিযোগ করেন যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণের জন্য , ক্ষতিপূরণ দেওয়ার আসাস পেয়ে গ্রামের বাসিন্দারা গাড়িটাকে পুলিশের হাতে ছেড়ে দেয় এবং জামুরিয়া থানার পুলিশ সেই গাড়ি এবং দুটি গরু কে নিয়ে আসে জামুড়িয়া থানায় ! তবে এই পাচার কোথা থেকে কিভাবে কতদিন ধরে চলছিল তার খোঁজ চালাচ্ছে জামুড়িয়া থানার পুলিশ !!