রাজ্যজুড়ে বিজেপির সমস্ত থানায় বিক্ষোভ কর্মসূচি
রানীগঞ্জ :রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশের অত্যাচার এবং পরবর্তী সময় রাজ্যজুড়ে পুলিশের সন্ত্রাসের বিরুদ্ধে রাজ্য সমস্ত থানায় বিজেপির কর্মীদের বিক্ষোভ। সেই কর্মসূচি অনুযায়ী রানীগঞ্জ থানায় রানীগঞ্জ টাউন ও রানীগঞ্জ গ্রামীণ রানীগঞ্জ বল্লবপুর ফাঁড়ি গেটের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায় ।তাদের অভিযোগ আমাদের নবান্ন অভিযান চলার সময় পুলিশ যেভাবে বিজেপি কর্মীদের উপর লাঠি চার্জ থেকে জলকামান এবং আমাদের কিছু কর্মী পুলিশের আক্রমনে আহত হয়েছে এছাড়াও রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের উপর পুলিশের যে অত্যাচার চলছে। সাথে সাথে নবান্ন অভিযানে যাবার পথে শুধু রানীগঞ্জ নয় রাজ্যে প্রত্যেকটি স্টেশনে আমাদের কর্মীদের উপর বাধা দিয়েছে রাজ্যের পুলিশ।যাতে নবান্ন অভিযানে যেতে না পারে সঙ্গে কর্মীদের আটক করা হয়েছে। আমাদের নবান্ন অভিযান বিফল করার জন্য ।আমাদের উচ্চ নেতা-নেত্রীদের মাননীয়া পুলিশ চক্রান্ত করে ফাঁসিয়ে দেবার পরিকল্পনা চলছিল। এইসবের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানিগঞ্জ টাউন সভাপতি দেবনাথ খাঁ , গ্রামীন ব্লক সভাপতি পরিমল মাঝি, সঞ্জীব গোপ, সেনাপতি মন্ডল, সহ বিজেপি কর্মী বৃন্দ।