সালানপুর পঞ্চায়েত সমিতির উদ্দোগে আয়োজিত হল যুব সংসদ প্রতিযোগিতা
কাজল মিত্র :- সালানপুর ব্লকের সালানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুইদিন ব্যাপী যুব সংসদ প্রতিযোগিতার শুভ উদ্বোধন
হয়ে গেলে রূপনারায়নপুর নান্দনিক সভাগারে ।এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পাঁচয়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি জিলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, ব্লকের যুগ্ম আধিকারিক শ্রেয়া নাগ ,স্কুল এসআই পাপিয়া অধিকারী ,অর্ধেন্দু রায় ও সমাজ সেবী ভোলা সিং ।এদিন সকলে একত্রিত ভাবে প্রদীপ জ্বালিয়ে এই
যুব সংসদ প্রতিযোগিতার শুভ সূচনা করেন ।
অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি জানান জেলার
প্রতিটি ব্লকেই একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা এই যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।সেইমত
সালানপুর ব্লকের ছাত্র ছাত্রীদের নিয়েও আজ আয়োজিত হল যুব সংসদ প্রতিযোগিতা ।
সালানপুর ব্লকের আটটি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনি এও জানান যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হল যার মূল কারন ছাত্রছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে চেতনা বৃদ্ধি করা। এছাড়া লোকসভা, রাজ্যসভা, বিধানসভা কিভাবে চলে সে সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা সহ। ভবিষ্যতে যাতে তারা সু নাগরিক হিসাবে গড়ে সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া।
অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্জনকারীদের হাতে শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হবে তাছাড়াও প্রথম দ্বিতীয় স্থান অর্জনকারীরা জেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।