সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে ব্লকের নবনির্বাচিত মাদার কমিটির ব্লক নেতৃত্ব দের সংবর্ধনা ASANSOL EXPRESS NEWS

সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে ব্লকের নবনির্বাচিত মাদার কমিটির ব্লক নেতৃত্ব দের সংবর্ধনা

কাজল মিত্র :- জেলা তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিটি ব্লকে মাদার কমিটি গঠন করা হয়েছে যেখানে মহিলা ,যুব, ট্রেড ইউনিয়নের সকল নেতৃত্বকে রাখা হয়েছে ।আর এই নমনির্বাচিত সকল মাদার কমিটির নেতৃত্ব দের সালান মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে সংবর্ধনা প্রদান করা হলো।এদিন রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পূনরায় ব্লক সভাপতি পদে নির্বাচিত মহম্মদ আরমানকে পুষ্পস্তবক ও দলীয় উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়।তাছাড়া সহ সভাপতি ভোলা সিং ও ললিত দাসকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বিশেষ সন্মান জানানো হয়।তাছাড়া যুব সভাপতি সাগর কুন্ডু,মহিলা সভানেত্রী অপর্ণা রায়,এস.সি,এস.টি সেলের সভাপতি জয়দীপ হাঁসদাকে ফুলের তোড়া এবং দলীয় উত্তরীয় পরিয়ে সন্মান জানান মহিলা কর্মীরা।
এদিন ব্লক সভাপতি মহম্মদ আরমান জানান ব্লকের সকল মহিলা কর্মী সমর্থকরা মিলে মাদার কমিটির সদস্যদের সন্মান জানালো ভাল কথা কিন্তু আমাদের একথা ভুললে চলবেনা আগামী দিনে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী পঞ্চায়েত নির্বাচনে সকলকে একসাথে কাজ করে যেতে হবে । আমাদের লক্ষ্য একটাই এক সঙ্গে চলা ও দলকে আরো শক্তিশালী করে তোলা।তাছাড়া এইদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়নপুরপঞ্চায়েতের প্রধান রানু রায়,সালানপুর পঞ্চায়েতের প্রধান দীপিকা বাউরি, জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বন্দনা মণ্ডল,বঙ্গজননীর সভানেত্রী সুলেখা দাস, কল্যাণী রক্ষিত,পম্পা ঘোষ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!