রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলে পুজোর বোনাস প্রধানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা
RANIGANJ :রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলে পুজোর বোনাস প্রধানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল পেপার মিল চত্বরে। এদিন বোনাস দু দফায় দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখায় ফ্যাক্টরির শ্রমিকেরা। এবিষয়ের প্রেক্ষিতে পেপার মিল দপ্তরের পার্সোনাল অফিসের সামনে বিক্ষোভ সামিল হয় তারা। বিক্ষোভের সূচনায় হয়, পেপার মিল ফ্যাক্টরি কর্তৃপক্ষ এক নোটিশকে ঘিরে। তারা জানিয়ে দেয় বোনাস প্রদানের জন্য দু দফাই তাদের টাকা দেওয়া হবে। আর এই নোটিশ পড়ার পরপরই পুজোর সময়কালে বোনাস সঠিকভাবে না পাওয়ার প্রেক্ষিতে বিক্ষোভে সামিল হয় সিটু সংগঠন ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কর্মী থেকে শুরু করে পেপার মিলের সকল কর্মীরা। এর পাশাপাশি পেপার মিল সমস্যায় রয়েছে ও পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত পণ্যের চাহিদা না থাকায় মিলটিকে বেশ কিছুদিন শাটডাউন করা হবে বলে নোটিশ দেওয়া হয়,যা নিয়ে ক্ষোভে ফুসতে থাকে শ্রমিকেরা। যদিও পরে মিল কর্তৃপক্ষ এক দফাতেই তাদের বোনস প্রদান করা হবে বলে আশ্বাস দিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। তবে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য সাটডাউন ঘোষণা হওয়ায় পূজোর সময় কালে ই অনেক ঠিকা কর্মী কাজ হারালো বলেই দাবি করেছেন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা।