মাইথন পুলিশের বড় সাফল্য, স্করপিও করে গবাদি পশু নিয়ে যাবার সময় আটক,গ্রেফতার চালক ও খালাসি

মাইথন পুলিশের বড় সাফল্য, স্করপিও করে গবাদি পশু নিয়ে যাবার সময় আটক,গ্রেফতার চালক ও খালাসি

কাজল মিত্র..:-গোপন সূত্রে খবর পেয়েও মাইথন ওপির ইনচার্জ বালাজি রাজহংসের নেতৃত্বে শনিবার সকালে
স্করপিওতে করে ৪টি গরু পাচারের সময় আটক করা হয়। স্করপিও করে গরু পাচারের মামলা এই প্রথম সামনে আসে। এর আগেও গরু পাচারকারীরা বিভিন্ন যানবাহনে করে বাংলায় গরু পাচার করেছে ।তবে এবারে মাইথন পুলিশ স্করপিওটি আটক করলে স্করপিওর ভিতরে একটি গরু মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ৩ টি গরু এখনও জীবিত রয়েছে। সবকটি গবাদি পশুর পা দড়ি দিয়ে বাঁধা ছিল। পুলিশ স্করপিও চালক গাসুল আনসারী ও খালাসী মো.আরমান আলমকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করেছেন ।ধৃত চালক ও খালাসি বিহার এর গয়ার বাসিন্দা।
এ ব্যাপারে ওপি ইনচার্জ বালাজি রাজহাঁস জানান,গরু গুলিকে স্করপিও করে ঝাড়খন্ড হয়ে বাংলায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে গোপন খবর পেয়েছিলেন ।সেই সূত্র ধরেই মাইথন টোল প্লাজার কাছে অভিযান চালানো হয়। সেই সময়ে স্কর্পিওতে পাওয়া যায় ৪টি গরু। এর মধ্যে একটি ষাড় আগেই মারা গেছে এবং ৩টি দুগ্ধ গাভী। পশুচিকিত্সককে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে স্করপিওটি রাঁচির বলা হচ্ছে।সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!