শোনপুর বাজারি কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনা।মৃত্যুর হাত থেকে ফিরে এল ১৫০ জন শ্রমিকASANSOL EXPRESS NEWS

শোনপুর বাজারি কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনা।মৃত্যুর হাত থেকে ফিরে এল ১৫০ জন শ্রমিক

পাণ্ডবেশ্বর কল্যাণ মণ্ডল >শোনপুর বাজারি কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনা।মৃত্যুর হাত থেকে ফিরে এল ১৫০ জন শ্রমিক।নির্বিকার ইসিএল আধিকারিকরা।ধনপুর বাজারি খোলামুখ খনির কোল হ্যান্ডেলিং প্ল্যান্টটি বিগত কুড়ি বছর ধরে চলছে । হঠাৎ কর্মরত অবস্থায় কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের পুরোকাঠামোটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রায় ১৫০ শ্রমিক । কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ শ্রমিকদের । ইসিএলের সোনপুর বাজারি প্রজেক্টের ঘটনা ।
সোমবার বেলা একটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো সোনপুর বাজারি প্রকল্পের শ্রমিকেরা । শ্রমিকদের সূত্র মারফত জানা গেছে প্রকল্পের কোল হ্যান্ডেলিং প্লান্টে প্রতিদিন প্রায় দেড়শ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কাজ করেন । দুর্ঘটনার সময়ে টিফিন টাইম থাকায় শ্রমিকেরা অন্যত্র টিফিন করছিলেন । কাজের সময় দুর্ঘটনা ঘটলে প্রচুর শ্রমিকের মৃত্যু হতে পারত বলে আশঙ্কা কর্মীদের ।ঘটনাস্থলে উপস্থিত হন ,স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃত্বরা । শ্রমিক নেতা নরোত্তম মণ্ডল, অসিত মণ্ডল ,কিরীটী মুখার্জি এবং রামচরিত পাসোয়ানরা জানান, দুর্ঘটনার জন্য সরাসরি সোনপুর বাজারি কর্তৃপক্ষের আধিকারিকদের দায়ী করে বলেন ম্যানেজমেন্ট উৎপাদনের ব্যাপারে সক্রিয় থাকলেও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নয় । দুর্ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত ও দোষী আধিকারিকদের উপযুক্ত শাস্তির দাবি জানান । এত বড় দুর্ঘটনা ঘটলেও সময় মত কোন আধিকারিক ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ । বেশ কিছুক্ষণ পর সেখানে আসেন সংস্থার সেফটি অফিসার মনোজ কুমার । দুর্ঘটনা বিষয়ে সংবাদ মাধ্যমের একাংশ তাকে প্রশ্ন করলে তিনি উত্তর এড়িয়ে যান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!