রেল যাত্রীদের স্বাচ্ছন্দের বিষয়টি লক্ষ্য করার লক্ষ্যে ভারত সরকারের রেলওয়ে দপ্তরের প্যাকের ৭ সদস্যের এক প্রতিনিধি দল রাণীগঞ্জ রেলওয়ে স্টেশনে
বাপ্পা ব্যানার্জী রানীগঞ্জ :আসানসোল রেল ডিভিসেনের রানীগঞ্জ রেলওয়ে স্টেশন বৃহস্পতিবার রেল যাত্রীদের স্বাচ্ছন্দের বিষয়টি লক্ষ্য করার লক্ষ্যে ভারত সরকারের রেলওয়ে দপ্তরের প্যাকের ৭ সদস্যের এক প্রতিনিধি দল রাণীগঞ্জ এস এস এর চত্বরে যাত্রীদের বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলির পরিষেবা কিরূপ প্রদান করা হচ্ছে সেই বিষয়গুলি সরজমিনে খতিয়ে দেখতে এলেন। তারা রানীগঞ্জের রেলওয়ের টিকিট কাউন্টার থেকে শুরু করে চার নাম্বার প্ল্যাটফর্ম তিন নম্বর প্লাটফর্ম ও ২ নাম্বার প্লাটফর্মের পানীয় জলের ট্যাপ গুলি সঠিকভাবে চলছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখেন। যদিও বেশিরভাগ ট্যাবগুলিতেই জল সরবরাহ সঠিক না থাকার বিষয় ও নোংরা জল থাকার বিষয়টি লক্ষ্য করেন তারা। একইভাবে প্লাটফর্মে শৌচাগার গুলিতেও নজর দিয়ে দেখতে পান সাফ সাফাইয়ের যথেষ্ট অভাব রয়েছে সেখানে। রেলের বিশ্রামাগারের ব্যবস্থাপনাও ক্ষতি এদেরকে তারা সেখানে থাকা কয়েকজন রেল যাত্রীর কাছে জেনে নেন কিরূপ কি যাত্রী পরিষেবা পাচ্ছেন তারা যদিও সে যাত্রী তার নিজের বক্তব্যের দাবি করেন জল পরিষেবা সঠিকভাবে পাওয়া যায় না। এদিন বেশ কয়েকটি অংশেই স্টেশন চত্বরে ভাঙাচোড়ার বিষয়টিও লক্ষ্য করেন তারা একই সাথে চত্বরে চারিপাশে বহু সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার বিষয়টি লক্ষ্য করার সাথে মানুষজনের যাতায়াতের সু বন্দোবস্ত করার নির্দেশ দেন তারা। এই পরিদর্শন নিয়ে আগামীতে তারা DRM এর সাথে বৈঠক করে নিজেদের সমস্যা সমাধানে বিষয়গুলি জানবেন বলে জানিয়েছেন