ডাকাত দলকে ধরে ডাকাতির কিনারা করায় জামুরিয়া থানার ফের সাফল্য
জামুড়িয়া বাপ্পা ব্যানার্জী :গত ৩০ সে মে জামুরিয়ার দামোদর পুর এলাকায় এক অর্থ প্রদানকারী সংস্থায় বন্দুক দেখিয়ে বোমা ফাটিয়ে টাকা লুট করে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করার পর রবিবার সেই দুষ্কৃতীদের মধ্যেই দ্রুত ২ ব্যক্তিকে জামুড়িয়া থানার পুলিশ ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করানোর জন্য নিয়ে এলেন জামুরিয়ার দামোদরপুর এলাকায়। জানা গেছে ধৃত ওই ২ ব্যক্তি পূর্ব বর্ধমানের বুদবুদ থানার ইজরায়েল আনসারী ও এমডি মুন্না একই রকম ভাবে এই ডাকাতির কান্ড ঘটানোর সময় ধরা পড়ে যায়। তাদের আসানসোল কোর্টে সুন এরেস্টের পর গত আটই অক্টোবর জামুড়িয়া থানার পুলিশ নিজেদের হেফাজতে নেয়। রবিবার সেই দুই দুষ্মৃতি ইসরাইল আনসারী ও এমডি মুন্নাকে আদালতে নিয়ে যাওয়ার আগেই ঘটনার পুনর্নির্মাণ করে সমগ্র ঘটনাটি কিভাবে দুষ্কৃতী দল ঘটিয়েছিল সেগুলির সরজমিনে খতিয়ে দেখেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। দুষ্কৃতীরা একের পর এক ঘটনা কিভাবে ঘটিয়েছিলেন সেগুলিকে স্পষ্ট করেন ওই ঘটনার ফলে এসে। এদিন সেই রাতের বিভীষিকাময় পরিস্থিতির সময় যে সকল ঘটনা ওই দুষ্কৃতী দল ঘটিয়েছিল তা দেখা বেশ কিছু প্রত্যক্ষদর্শীও দেখার পর আজ আবার সেই দুষ্কৃত দলকে দেখে চিনতে পারেন গ্রামের সাধারণ মানুষ তারা জোর গলায় দাবী করেন এই সকল দুষ্কৃতী রায় বন্দুক দেখিয়ে বোমা ফাটিয়ে সেদিনের দুঃসাহসিক ডাকাতের ঘটনাটি ঘটায়। জামুরিয়া থানার পুলিশ ফের ডাকাত দলকে ধরে ডাকাতির কিনারা করায় স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। তাদের দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত আরো সকল দুষ্কৃতীয় শীঘ্রই ধরা পড়বে।
ডাকাত দলকে ধরে ডাকাতির কিনারা করায় জামুরিয়া থানার ফের সাফল্য ASANSOL EXPRESS NEWS
