আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লকের বিজয় সম্মেলনে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব ASANSOL EXPRESS NEWS

আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লকের বিজয় সম্মেলনে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব

রানিগঞ্জ: শুক্রবার আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জে কে নগর বাজারে অবস্থিত নবনীত সেবা সদন প্রাঙ্গণে বিজয়া সম্মলনীর আয়োজন করা হয়। আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক সভাপতি দেব নারায়ণ দাসের নেতৃত্বে এই বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু ৬টি গ্রাম পঞ্চায়েতের এই বিজয় সম্মেলনে ৪ জন প্রধান রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সহ সভাপতি নিমচা কোলিয়ারির KKSC শাখার সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমস্ত অঞ্চলের নেতাদের অনুপস্থিত দেখা গেছে। এই ঘটনার জেরে তৃণমূল কংগ্রেসের দলাদলি প্রকাশ্যে এসেছে। দলের কর্মীরা বলছেন, আসানসোল দক্ষিণ ব্লক সভাপতি দেব নারায়ণ দাস দলের পুরনো কর্মীদের না নিয়ে নিজের আলাদা দল তৈরি করে তৃণমূল কংগ্রেস দল চালাচ্ছেন। পুরনো কর্মীদের বাদ দিয়ে দল চলছে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রধান অতিথিদের মধ্যে এসবিএসটিসি সভাপতি সুভাষ মন্ডল জেলার চেয়ারম্যান উজ্জল চ্যাটার্জি, পশ্চিম বর্ধমানের সভাধিপতি সুভদ্রা বাউরি, পূর্ব বর্ধমান সহ-সভাধিপতি দেবু টুডু, রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, রাজ্য কমিটির সদস্য শিবদাসন দাশু, মিনু হাজরা, তৃণমূলের বৈশিষ্ট্য নেতা ক্যাপ্টেন দা, রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবরাজ মিশ্রা, সুধীর সিং, সামসাদ আনসারী ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ গ্রামীনের তৃণমূল কর্মী অঞ্চলের পঞ্চায়েত সদস্যরা।উপস্থিত সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়, এসময় সকল অতিথিদের কর্মীদের অভিনন্দন জানান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করেন এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে তৃণমূলের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।দলের নেতৃত্বের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলের সব কর্মী উপস্থিত থাকলে ভালো হতো, তবে এভাবে করা উচিত নয়, আমরা অবশ্যই এ বিষয়ে আরও কথা বলব।দল কারোর নয়, দল সবার, তাই সব কিছু দেখার ব্লক সভাপতির প্রয়োজন ছিল. অন্য দিকে গ্রামীণ ব্লক সভাপতি দেব নারায়ণ দাস জানান তৃণমূলের সর্ব ভারতীয় অভিষেক ব্যানার্জীর নির্দিশে অনুসারে সকল তৃণমূল কমীদের বিজয়া সম্মেলনে ডাকা হয়েছে। যারা এই ধরনের অপপ্রচার করছে আমাদের ডাকা হয়নি তা সম্পূর্নই মিথ্যে কথা বলছে।যাদের কে আমন্ত্রণ করা হয়েছে তার সমস্ত তথ্য রয়েছে আমার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!