ধনতেরাসের উপহার বিধায়কের ২৮ কোটি টাকা ব্যয়ের বহু প্রতীক্ষিত জল প্রকল্পের শিলান্যাস ASANSOL EXPRESS NEWS

ধনতেরাসের উপহার বিধায়কের ২৮ কোটি টাকা ব্যয়ের বহু প্রতীক্ষিত জল প্রকল্পের শিলান্যাস

কল্যাণ মণ্ডল :পাণ্ডবেশ্বরকে ধনতেরাসের উপহার বিধায়কের। ২৮ কোটি টাকা ব্যয়ের বহু প্রতীক্ষিত জল প্রকল্পের শিলান্যাস পাণ্ডবেশ্বরে।প্রকল্পটির শুভ উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ,এ ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী,সমিতির সভাপতি মদন বাউরি ,PHE বিভাগের ইঞ্জিনিয়ার বিমান চক্রবর্তী ,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটী মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা । পাণ্ডবেশ্বরের ৯টি মৌজা নিয়ে এই জল প্রকল্পটি তৈরি হবে ।বৈদ্যনাথপুর ,ডালুরবাঁধ, রামনগর,চককরলা, গোবিন্দপুর দান্য ,মহাল,কোন্দা এই ন টি মৌজার ১১২৬৩ টি পরিবার এবং ৫২০০০মানুষ উপকৃত হবেন ।এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জলের সংযোগ পৌঁছে যাবে বলে জানা যায় ।পাণ্ডবেশ্বর জুড়ে জল সমস্যা বিগত দিনে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।বিগত বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তথা বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । কথা দিয়েছিলেন পাণ্ডবেশ্বরে মূল সমস্যা জল সমস্যার সমাধান হবে,এবং আগামী ২০২৪ সালের মধ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিটি বাড়িতে বাড়িতে সাধারণ মানুষের জল পৌঁছে যাবে ।সেই কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক। মোট প্রকল্প মূল্য ২৮ কোটি৩২লক্ষ্ টাকা।মূলত তিনটি ধাপে এক বছর ৬ মাসের মধ্যে প্রকল্পটি কার্যক্রম শেষ হবে । প্রথম ধাপের মধ্যে মহাল স্কুল এলাকায় বিশালাকার ওভারহেড জলের ট্যাঙ্ক স্থাপন হবে । মূলত জলটি ফিল্টারের মাধ্যমে স্থানীয় অজয় নদী থেকে পাম্পের মাধ্যমে ওভারহেড ট্যাংকে নিয়ে আসা হবে ।এবং এই ট্যাংক থেকে পাণ্ডবেশ্বরের স্থানীয় আটটি মৌজার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জলের সংযোগ পৌঁছে যাবে।এই শিলান্যাস প্রসঙ্গে বিধায়ক বলেন,আমার বহুদিনের স্বপ্ন পূরণ হলো আজ ।আমি ভোটের সময়েই পাণ্ডবেশ্বরের কথা দিয়েছিলাম এই এলাকার বিগত দশকের জল সমস্যার সমাধান হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ,তিনি পাণ্ডবেশ্বরের জনসাধারণকে ধনতেরাসের দিন এই উপহার তুলে দিলেন।এছাড়াও তিনি বলেন,আগামী এক বছরের মধ্যে পাণ্ডবেশ্বরের প্রতিটি বাড়িতে বাড়িতে জলের সংযোগ পৌঁছে যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!