আজ আদালতে তোলা হলে পূনরায় ১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের
বাপ্পা ব্যানার্জী : অনুব্রত মন্ডল টিএমসি বীরভূম জেলা সভাপতিকেও আজ জেল হেফাজত শেষ হওয়ার পর আসানসোল আদালতে হাজির করা হয়
গরু পাচার মামলায় অনুব্রত ৬০ দিনের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
তাকে আদালতে হাজির করার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বরের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের সঙ্গে কারাগারে অনুব্রত প্রাক্তন বডি গার্ড সেহগাল হোসেনও ছিলেন কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা তাকে একই গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছেন।
সিবিআই এবং ইডি তদন্তে অনুব্রত মণ্ডল ও সেহগাল হোসেনের অনেক অজানা সম্পত্তির কথা জানতে পেরেছে।
অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করে আজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করবেন অনুব্রত আইনজীবী।
এটা উল্লেখযোগ্য যে সিবিআই তার জামিনের আবেদনের বিরোধিতা করছে এবং তাকে প্রভাবশালী ব্যক্তি বলে অভিহিত করেছে এবং তার উপস্থিতি তদন্তকে প্রভাবিত করতে পারে।
অনুব্রত সম্প্রতি প্রায় 10 কেজি ওজন কমেছে যা আসানসোল জেলা হাসপাতালে তার মেডিকেল পরীক্ষার সময় প্রকাশ্যে এসেছে।
পূনরায় 14দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের।আগামী ১১ই নভেম্বর তাকে পূনরায় আদালতে তোলা হবে।এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান বারবার তাকে প্রভাব শালী বলে জানানো হচ্ছে সিবিআই এর তরফে।
আজ আদালতে তোলা হলে পূনরায় ১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের ASANSOL EXPRESS NEWS
