রানীগঞ্জ থানা নাগরিক কালী পূজা কমিটির পক্ষ থেকে সিয়ারসোল রাজ ময়দানে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে যাত্রাপালা মেঘে ঢাকা তারা
বাপ্পা ব্যানার্জী রানীগঞ্জ :বুধবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে অগ্রগামী যাত্রা কোম্পানি দ্বারা পরিচালিত, কাকলি চৌধুরী ও অনল চক্রবর্তী অভিনীত, সামাজিক যাত্রাপালা মেঘে ঢাকা তারা। রানীগঞ্জ থানা নাগরিক কালী পূজা কমিটির পক্ষ থেকে বিনামূল্যে এই যাত্রা অনুষ্ঠান করছেন উদ্যোক্তারা। রানীগঞ্জ শহরে প্রায় ন বছর যাবত কোন যাত্রাপালা অনুষ্ঠিত না হওয়ার বিষয়টিকে নজরে রেখে ও করোনা মহামারির কারণে যাত্রা দল গুলির অসহায় অবস্থার বিষয় লক্ষ্য করে এ ধরনের যাত্রা অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা বলে জানিয়েছেন। সোমবার যাত্রা অনুষ্ঠান শুরুর আগেই যাত্রা মঞ্চ গড়ে উঠছে রানীগঞ্জের সিয়ারসোল রাজ ময়দানে । জানা গেছে বুধবার সন্ধ্যা সাতটা থেকে এই যাত্রাপালা অনুষ্ঠিত হবে যা চলবে রাত্রি দশটা পর্যন্ত। এই যাত্রায় প্রবেশের জন্য কোন প্রবেশ মূল্য থাকছে না বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।
রানীগঞ্জ থানা নাগরিক কালী পূজা কমিটির পক্ষ থেকে সিয়ারসোল রাজ ময়দানে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে যাত্রাপালা মেঘে ঢাকা তারা ASANSOL EXPRESS NEWS
