রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের হাড়াভাঙ্গা ব্রিজ পরিদর্শন করলেন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ASANSOL EXPRESS NEWS

রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের হাড়াভাঙ্গা ব্রিজ পরিদর্শন করলেন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া

BAPPA BANERJEE রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের হাড়াভাঙ্গা ব্রিজ পরিদর্শন করলেন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। তিনি এদিন পঞ্চায়েত সদস্য ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে হাড়া ভাঙ্গা ব্রিজের অসুবিধের বিষয়গুলি খতিয়ে দেখেন। উল্লেখ গতকালই তিরাট এলাকার ও সংলগ্ন এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা জানান, হাড়াভাঙ্গা ব্রিজে গাড়ি চলাচল করলে, ব্রিজ নড়বড় করছে, বলেই জানান দিয়ে ব্রিজ যাতে মেরামত করা হয় তার জন্য দাবি জানিয়েছেন । আর এই খবর পাওয়ার পরই ব্রিজটি কে সরজমিনে খতিয়ে দেখতে পৌঁছন বিনোদ নুনিয়া। তিনি এদিন জানিয়েছেন এই ব্রিজ দিয়ে প্রত্যহ ইসিএলের বিভিন্ন ভারী যানবাহন পণ্য পরিবহন করে থাকে, যে কারণে এই ব্রিজটি মেরামতের জন্য তারা ইসিএল ম্যানেজমেন্টের সাথে বৈঠক করে ব্রিজ যাতে তারা মেরামত করার উদ্যোগ নেন সে বিষয়ে আবেদন করবেন বলেই জানিয়েছেন। এর পাশাপাশি ওই ব্রিজকে আরো কিভাবে মজবুত করা যায় তা নিয়েও আলোচনা করবেন বলেই জানিয়েছেন তিনি। উল্লেখ তিরাট গ্রাম পঞ্চায়েতের এই ব্রিজে রাস্তা দিয়ে প্রত্যহ প্রায় সাতটি গ্রামের মানুষ নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য ব্রিজটি ব্যবহার করেন। আর এই ব্রিজটির বেহাল অবস্থা পরিবর্তন না হলে হাড়াভাঙ্গা ব্রিজটি আগামীতে ভেঙে পড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করে তারা বিডিও দপ্তরে ব্রিজ মেরামতের দাবি জানান। এরপরই এই ব্রিজ পরিদর্শনে এলেন বিনোদ নুনিয়া। যা ব্রিজটি মেরামতের ক্ষেত্রে অনেক তাৎপর্য পূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!