কার্তিক পূর্ণিমার দিন সীতারামজি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল দেব দীপাবলি উৎসব
বাপ্পা ব্যানার্জী রানীগঞ্জ :পৌরাণিক সব কথ কথাকে মাথায় রেখে দীপাবলি ঠিক ১৫ দিন পর, কার্তিক পূর্ণিমার দিন রাত্রে, রানিগঞ্জের বেশ কিছু অংশের সাথেই সীতারামজি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল দেব দীপাবলি উৎসব। এদিন হাজারো ভক্ত মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেবতার উদ্দেশ্যে দীপাবলি দান করেন। মন্দির চত্বরকে সাজিয়ে তুলতে মন্দিরের চারপাশ বিভিন্ন রঙিন আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয় সমস্ত মন্দির প্রাঙ্গন । আর রঙিন সেই সব আলপনার ওপরে হাজারো হাজার দীপাবলি সাজিয়ে দেব দীপাবলি পালন করেন রানীগঞ্জের ধর্মপ্রাণ মানুষজন। সোমবার রাত্রে এই দীপাবলি অনুষ্ঠানে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ও হাজির হন। মন্দির কমিটির পক্ষ থেকে ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্তকে সম্মানিত করা হয়। পাশাপাশি উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জ চেম্বার অফ কমার্স সভাপতি অরুন ভারতীয়া কে। এদিন বড়দের সাথে ছোটরা মন্দির চত্বরে দেব দীপাবলি পালনে মেতে থাকেন। চলে বিভিন্ন পুজো অনুষ্ঠান হোম যজ্ঞ। উদ্যোক্তারা জানিয়েছেন বিগত পাঁচ বছর ধরে তারা এই ধর্মীয় রীতি মেনে কার্তিক পূর্ণিমার দিন, এই দীপাবলির আয়োজন করেছেন। এবার তারা প্রায় ১০ হাজার প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলি উৎসব পালন করেছেন।
কার্তিক পূর্ণিমার দিন সীতারামজি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল দেব দীপাবলি উৎসব ASANSOL EXPRESS NEWS
