রানীগঞ্জ শহর এলাকার বর্জ্য দূষিত জল চাষযোগ্য জমির উপর না পড়ে তার জন্য দ্রুত সমস্যার নিষ্পত্তি
বাপ্পা ব্যানার্জী রানীগঞ্জ :রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর, নুপুর ও কুমোর বাজার মৌজার, কৃষি জমির ওপর রানীগঞ্জ শহর এলাকার বর্জ্য দূষিত জল, চাষযোগ্য জমির উপর উপচে পড়ায় ইতিমধ্যেই ব্যাপক পরিমাণ চাষযোগ্য জমির ফসল নষ্ট হয়েছে। প্রায় দুই হাজার বিঘার মত কৃষি জমির ফসল জলে নষ্ট হয়েছে। শুধুমাত্র নিকাশি-নালা সঠিকভাবে মেরামত না করার জন্য এমনটা বলে দাবি করেন। মঙ্গলবার এ বিষয়টি সামনে রেখে এলাকার প্রায় ১০০ জন কৃষক, সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে দেখা করেন। কৃষকেরা তাদের সমস্যার বিষয়টিও জানিয়ে দেন আধিকারিককে। সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান এলিয়ে ৬ কিমি নিকাশি নালা রানীগঞ্জ ব্লক এলাকার মধ্যে পড়ে, তার মধ্যে সাড়ে চার কিমি নিকাশী নালার নির্মাণ কাজ করে নিকাশী নালার নাব্যতা বাড়ানোর জন্য ৭০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এজন্য মাটি সৃষ্টি প্রকল্পের আইপি ডিভিশন এর বর্ধমান শাখাতে, ড্রপ গেট তৈরির জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার জন্য ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সমস্যার নিষ্পত্তি করা হবে বলেই জানিয়েছেন। তার দাবি নিকাশি ব্যবস্থার জন্য ,এ এম সি কে জানানো হয়েছে। পশ্চিম বর্ধমান জেলা পরিষদে এই নিকাশী নালা বাড়ানোর জন্য একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলেই জানান সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি।
রানীগঞ্জ শহর এলাকার বর্জ্য দূষিত জল চাষযোগ্য জমির উপর না পড়ে তার জন্য দ্রুত সমস্যার নিষ্পত্তি ASANSOL EXPRESS NEWS
