আড্ডার পক্ষ থেকে ১৭ লক্ষ্য ৯২ হাজার টাকা বায় রানিগঞ্জের মেরামতের জন্যে মহাত্মা গান্ধী পিচ রাস্তার উদ্বোধন করলেন আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়
বাপ্পা ব্যানার্জী রানীগঞ্জ >আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে রানীগঞ্জের ১৭ লক্ষ্য ৯২ হাজার বেয়ে মেরামতের জন্যে মহাত্মা গান্ধী পিচ রাস্তার উদ্বোধন করলেন রানীগঞ্জের বিধায়ক ও আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ক্লোথ অফ মার্চেন্ট সেক্রেটারি ,মহাত্মা গান্ধী রোডের ব্যবসায়ীরা, তৃণমূলের কাঞ্চন তেওয়ারি পৌর পিতা জ্যোতি সিং । রানীগঞ্জ রানীগঞ্জের মহাত্মা গান্ধীর রাস্তা প্রচন্ড খারাপ থাকার ফলে গ্রাহকদের ও গাড়ি চলাচলের অনেক অসুবিধা হচ্ছিল। ক্লোথ অফ মার্চেন্টের সেক্রেটারি আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় কে এই রাস্তাটি মেরামতের জন্য আবেদন করা হয়। আবেদনের ফলে রাস্তাটির অনুমোদন পাওয়া মাত্র উদ্বোধন করা হয়। রানীগঞ্জের মহাত্মা গান্ধী রাস্তা জনবহুল এলাকা ফলে দিনের বেলায় রাস্তা মেরামতের কাজ হবে না। রাতের বেলায় এই রাস্তাটির মেরামতের কাজ শুরু করা হবে। এবং রানীগঞ্জ ট্রাফিক কে জানিয়ে এই কাজ সম্পূর্ণ করা হবে।যাতে কোন অসুবিধা না হয়। রাস্তাটি মেরামতের কাজ শুরু হওয়ায় এলাকার ব্যবসায়ী থেকে জনগণ খুশি।