বাঁশড়া এসটিডি ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৪৭ তম জয়ন্তী উদযাপন
বাপ্পা ব্যানার্জী রানীগঞ্জ :রানীগঞ্জের বাঁশড়া এসটিডি ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার বিরসা মুন্ডার ১৪৭ তম জয়ন্তী উদযাপন উপলক্ষে বাঁশড়া ফুটবল গ্রাউন্ডে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করল উদ্যোক্তারা। এদিন অনুষ্ঠানের শুরুতেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে বিরসা মুন্ডার পথিকৃতিতে মাল্য দান করে তার প্রতি শ্রদ্ধা জানান অসংখ্য মানুষজন। পরে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার অবদান প্রসঙ্গে না না কথা তুলে ধরেন বিশিষ্ট শিক্ষক নির্মল মুর্মু। এই শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির পরই আদিবাসীদের চিরাচরিত বাদ্যযন্ত্র, ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য সংগীতে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায় ভুক্ত এলাকার বহু শিল্পী। ময়দান চত্বরে অনুষ্ঠিত হয় তীরন্দাজ প্রতিযোগিতা সমগ্র এই অনুষ্ঠান ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
বাঁশড়া এসটিডি ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৪৭ তম জয়ন্তী উদযাপন ASANSOL EXPRESS NEWS
