বছর ২৫এর যুবক ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
বাপ্পা ব্যানার্জী রানীগঞ্জ :আবারো মঙ্গলপুর ওভারব্রিজের ওপর দুই নম্বর জাতীয় সড়কে চক্রামবাটি সংলগ্ন এলাকায় এক বছর 25 এর যুবক বাইক নিয়ে রাণীগঞ্জ অভিমুখে যাবার পথেই এক ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পানি ও এলাকায় কর্মরত জাতীয় সড়কের কর্মীরাই বিষয়টি প্রত্যক্ষ করে পুলিশ প্রশাসনে খবর দিলে অন্ডাল থানার পুলিশ তড়িঘড়ি ঘটনার ফলে পৌঁছে উদ্ধার করে ওই যুবকের দেহ। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি ট্যাংকারের মধ্যে হাতল আটকে গিয়ে সে ট্যাংকারের নিচে চলে যায়, দ্রুত গতিতে যাওয়ার ট্যাংকরের পেছন চাকা ওই যুবকের মাথা গুঁড়িয়ে দেয়। এই ঘটনার জেরে প্রায় ১৫ মিনিট ধরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের এক প্রান্ত। পুলিশ জানিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বছর ২৫এর যুবক ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ASANSOL EXPRESS NEWS
