বিশ্ব শৌচাগার দিবস পালিত হল তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায়
বাপ্পা ব্যানার্জী রানীগঞ্জ :শনিবার বিশ্ব শৌচাগার দিবস পালিত হল তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী হেমব্রম, উপপ্রধান মনোজ যাদব, চেলোদ হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ বাউরী ও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অপূর্ব কর্মকার কে সঙ্গে নিয়ে চেলোদ হাই স্কুল থেকে শৌচাগারের ব্যবহারের অনুরোধ জানিয়ে রেলি করেন সকলে। শৌচাগার কেন ব্যবহার করা প্রয়োজন, সে বিষয়গুলি জনসমক্ষে বিভিন্ন ব্যানার পোস্টারে তুলে ধরে স্কুলের পড়ুয়ারা। সমগ্র গ্রাম এলাকা তারা পরিক্রমা করে খোলা স্থানে মলত্যাগ নয়, এই দাবি করতে থাকেন তাদের এই প্রচার রেলি থেকে। সকলকেই তারা এদিন শৌচালয় ব্যবহারের জন্য অনুরোধ জানাই । এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে গ্রামের উপপ্রধান মনোজ যাদব সকলকে শৌচালয় ব্যবহারের আবেদন করেন।
বিশ্ব শৌচাগার দিবস পালিত হল তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ASANSOL EXPRESS NEWS
