১৭ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয় করে পাকা রাস্তা ও নিকাশী নালার উদ্বোধন করেন আড্ডা চেয়ারম্যান তাপস ব্যানার্জী
বাপ্পা ব্যানার্জী রানীগঞ্জ :অনুন্নত এলাকাকে উন্নত করার লক্ষ্যে কাদা খোঁচা পেরিয়ে বাড়ি পৌঁছানো এলাকার বাসিন্দাদের পাকা রাস্তা করে দেওয়ার জন্য গত তিন মাস আগেই উদ্যোগ গ্রহণ করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে প্রেক্ষিতে ১৭ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয় করে তিন মাসের মধ্যেই নির্মাণকারী সংস্থার মাধ্যমে গড়ে তোলা হয় ঢালাই করা পাকা রাস্তা ও নিকাশী নালার কাজ। শনিবার সেই রাস্তা ও নিকাশী নালার শিলা নাস করে উদ্বোধন পর্ব সারলেন তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আখতারী খাতুন, তৃণমূল নেতা সঞ্জয় বাজোরিয়া উপমূখ। বিধায়ক জানান এলাকার মানুষজনদের অসুবিধের বিষয়টি লক্ষ্য করে তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীতে উন্নত এলাকা কে আরো উন্নত করার উদ্যোগ গ্রহণ করবেন বলেই তিনি জানিয়েছেন তার বক্তব্যে।
১৭ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয় করে পাকা রাস্তা ও নিকাশী নালার উদ্বোধন করেন আড্ডা চেয়ারম্যান তাপস ব্যানার্জী ASANSOL EXPREES NEWS
